ওই ফুলনী
বোরহানুল ইসলাম লিটন
===============//


ওই ফুলনী হারিয়ে গেলি?
শুনলি না মোর কথা?
তুই বিহনে মনটা ভরা
কষ্ট দুখের ব্যথা।


বাসতে ভালো মনের আলো
করছি অনেক ভুল?
বলতি মোরে শোধরে নিতে
ছিঁড়লি আশার ফুল?


বুক ভরা মোর ভালোবাসা
লক্ষ রাজার ধন,
তোর কারণে রাখছি জমা
বুঝলি না মোর মন?


সরল মনে কষ্ট দিলি
এই ছিল তোর খেলা?
পাগল বেশে বাসতে ভালো
করলি আমায় হেলা।


সুযোগ বুঝে পরলি কেটে
বুঝতে নিজের ভালো,
ঘোর আঁধারে ঢাকতে মোরে
হরলি জীবন আলো?


জীবন আশা মন পিপাসা
সব নিলি তুই কেড়ে,
দগ্ধ তাপে ভরতে মনে
ফেললি আমায় মেরে?


কেমন আছিস? বল না দেখি
কষ্টে আমার মন,
জপছে সদা নামটি ধরে
কাঁদতে হারায় ক্ষণ।



*********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৩/২০২০ইং।