====================@@@


পাগলা রাজার দেশে!
জন চলে সব উল্টো হয়ে
অভ্র ভালোবেসে,
পাগলা রাজার দেশে!


বৃষ্টি নামে পাতাল ফেটে
মাছ ধরে রোজ গাছে,
প্রাণের ভয়ে বাঘ চুপে রয়
রাম ছাগলের পাছে!
ফল পাকে ছাই মাটির তলে
গান শোভা পায় পেঁচার গলে
গাধা বিলায় জ্ঞান প্রতিদিন
দ্বন্দ্ব বিচার শেষে!
পাগলা রাজার দেশে!


মা ডাকে না বউয়ের ভয়ে
সভ্য কাকের ছেলে,
সাপ বেজিতে দোস্তি করে
ডিম ক’টা ভাগ পেলে!
মোষ গরু ধায় গহীন বনে
সিংহ ঘুরে নির্বাসনে
তাই দেখে গায় হুক্কি হুয়া
শিয়াল সাধুর বেশে!
পাগলা রাজার দেশে!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৭/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন