পাইনি বলে অর্ফিয়াসের বাঁশি
=======================@@@


বুকের বামে বাড়লে ক্ষোভের গতি
যেথায় থাকি ঊর্ধ্বে ছুঁড়ি তির,
কেউ ভেবো না চাই বুঝাতে অতি
ধনুর্বাণে মস্ত আমি বীর।


শুনেই জানি ফুঁসছে তৃষার রোখ
’কিসের তরে আজগুবি ভুল খেলা!’
আস্থা রেখো বন্ধ করেই চোখ
নয় এ’ হৃদয় ভানুমতির চেলা।


বলবে জানি ভাবনা গেলে হেরে
’গল্পে এ’ তো সিন্দাবাদের কাল!’
দোষ দেবো না তারও মাথা নেড়ে
মানবে যে ‘মুক বোধ জ্ঞানে আবাল’।


সাক্ষী আলো আকাশ বাতাস স্থল
তোমরা বলো সত্য চষে হাসি,
যেদিন ক্ষণিক ফেলবো না ফের জল
পাইনি বলে অর্ফিয়াসের বাঁশি!


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/১১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন