পাকুড়ের গান
============================@@@


মেঘলা বিকেল শেষে আলস্যের দায়ে
থামলে জ্যৈষ্ঠের সূর্য চির চেনা পাকুড়ের ঘাড়ে,
অনিবার খুঁজে ফিরি তারে।
বৃষ্টিস্নাত শ্যামা মাঠে শির তুলে আমনের চারা,
বুঝে সে ইশারা।


নিচল ব্যাকুল দেহ নাঙা পায়ে সঁপে
অনেক সময় করি নিশুতির মৌনতায় ক্ষয়
মাটির মায়াবী ঘ্রাণ গা-গতরে মেখে,
কম্পিত ফিঙের লেজে বাস্তুহারা আশা-ভাষা রেখে।
প্রসারী দু’হাতে লয়ে চপলা এ বাংলার ঋণ,
বুঝেনি সে কতো অমলিন।


অবশেষে সাঁঝ আসে চারিপাশে চুপিসারে নেমে
পৃথিবী হারিয়ে যায় বহুদূর
বহুদূর -
কস্মিনকালেও যেন আসবে না এই পথে ফিরে,
রলেও অধীরে।
থেমে যায় দিবসের তান, বাড়ে আনচান,
তখন আমারি শুধু ছেঁড়া এ সেতারে
ভেসে উঠে পাকুড়ের গান!


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
24/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন