কুরছি বুবুর দাঁতের ব্যামো
বদ্যি দেখে কয়,
সেরে যাবে ছ' সাত দিনে
দিলেম এ' নির্ভয়।
একটা মাড়ি ছাড়তে হবে
যেটুক আছে ঘা,
মদক খাবেন নিয়ম মেনে
আরেকটু চাই হা!
ওমা ধরেই কাঁদ -
হ্যাচকা টানে তুললো যে তার
এক না দু'টো দাঁত!
কই তুলা বা ফোম!
এদিক ফুলে কুরছি বুবু
আস্ত তাজা বোম।
শুধায় ক্রোধে অন্ধ তো নন
করলেন এটা কি?
এক গাল হেসে বদ্যি জানায়
আচ্ছা নেন এক ফ্রী!