পণ্ডশ্রম
বোরহানুল ইসলাম লিটন
===============


মনের আশা হারিয়ে গেছে
দুঃখ সাগর বুকে,
পাইতে ফিরে
নমন শিরে
কাঁদছে জীবন দুখে।


জল দরিয়া ফেলতে সেচে
অসীম সাহস দিলে,
গামলা হাতে
নিশুত রাতে
চলছি আশায় দুলে।


রাত্রি ভরে সেচতে পানি
ফুটলো ভোরের আলো,
ইচ্ছা টলে
চোখের জলে
ভরলো জীবন কালো।


সাগর জলে দৃষ্টি ফেলে
আটকে মনের দম,
বুঝতে শেষে
মন আবেশে
পণ্ড আমার শ্রম।।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৩/২০২০ইং।