পৌঁছবোই আমি! ও মানবে কেন!
(ট্রায়োলেট -৪১,৪২)
=========================@@@


(১) পৌঁছবোই আমি!


উজান গাঙের নাইয়া তবু চাই না ভাটির টান,
পৌঁছবো আমি হোক যে করে হিজলতলীর ঘাটে!
যতোই করুক মাতলামো ঢেউ গেয়েই যাবো গান,
উজান গাঙের নাইয়া তবু চাই না ভাটির টান!
রুদ্র রোষে ফুঁসলে বায়ু করলে প্রাণ আনচান?
ভাববো আমার বন্ধু আছে অস্তাচলের বাটে!
উজান গাঙের নাইয়া তবু চাই না ভাটির টান,
পৌঁছবো আমি হোক যে করে হিজলতলীর ঘাটে!


(২) মানবে কেন!


যদি সব ফেলে যাই শেষে,
তবুও ভেবো না রবো হেরে!
খেলেছে বিধি এ’ জেনো হেসে,
যদি সব ফেলে যাই শেষে!
তার কৃপা যাবে জলে ভেসে?
তবে তা মানবে কেন ফেরে!
যদি সব ফেলে যাই শেষে,
তবুও ভেবো না রবো হেরে!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন