প্রেম পাগল
বোরহানুল ইসলাম লিটন


লাইলির প্রেমে মজনু পাগল
ফরহাদের প্রেমে শিরি,
দাদীর পাগলামি দেখার মজা
যদি বসতে না পায় পিঁড়ি।


সবুজের প্রেমে প্রকৃতি পাগল
ফসলে ভরা মাঠ,
গাড়ির ড্রাইভারের মেজাজ পাগল
যদি রাস্তায় বসে হাট।


ফসলের প্রেমে কৃষক পাগল
মাছের প্রেমে জেলে,
শুণ্যের প্রেমে পাখি পাগল
উড়ে ডানা মেলে।


বৃষ্টির প্রেমে মানুষ পাগল
খুঁজে শুধু ছাতা,
গাছ তো হতাশায় পাগল
যখন ঝড়ে যায় তার পাতা।


মেঘের প্রেমে চাতক পাগল
আকাশ পানে চেয়ে,
নৌকার প্রেমে মাঝি পাগল
চলে বৈঠা বেয়ে।


মাতৃ প্রেমে শিশু পাগল
ফুলের প্রেমে ফল,
সময়ের প্রেমে যুগ পাগল
তাপের প্রেমে জল।


হাড়ের প্রেমে কুকুর পাগল
বিড়াল পাগল দুধে,
আসলের হিসাব না করে কেউ
পাগল হয় সুদে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০১/২০২০ইং।