(প্রেমের স্বরূপ)
=========================@@@

স্বরূপ সুধায় মন মজেছে সভ্য সাকীর পিরিতে?
থাক না রে সই ঘরে কিংবা নির্বাসনে গিরিতে!
হোস যদি তুই অন্ধ তাতে অঝোর ধারায় ঝরলে জল,
জানবি তা মন গড়ছে মোতি ঝিনুক সেজে নিভৃতে!

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১-০৮-২০২১ইং।




@বোরহানুল ইসলাম লিটন