(প্রেমের স্বরূপ)
[email protected]@@
স্বরূপ সুধায় মন মজেছে সভ্য সাকীর পিরিতে?
থাক না রে সই ঘরে কিংবা নির্বাসনে গিরিতে!
হোস যদি তুই অন্ধ তাতে অঝোর ধারায় ঝরলে জল,
জানবি তা মন গড়ছে মোতি ঝিনুক সেজে নিভৃতে!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১-০৮-২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনন্য ভাবনায় প্রেমের মতি।
সত্যই অন্ধ না হলে প্রেম পরিণতি পায় না।
চমৎকার উপস্থাপনা। শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
অনন্য সুন্দর রূপকের আঁড়ালে প্রেমের কাব্য লেখনী!
খুব ভালো লাগলো।
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
অনবদ্য অসাধারণ কাব্য
মনোমুগ্ধকর রুবাই।।ভীষন ভালো।। শুভকামনা অবিরাম প্রিয় কবি।।
অপূর্ব ।অপূর্ব।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
চমৎকার রুবাইয়াৎ। মন ভরানো রচনা। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সেই মোতিতে মানিক জড়ে
হার টি তোমায় দেবো গড়ে।
ব্রাভো কবি।
অনেক মুগ্ধতা রেখে গেলাম বন্ধু।
ভালো থাকবেন সবসময়।
খুব সুন্দর একটা কবিতা
চমৎকার কবিতায় মুগ্ধ!!
অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় কবি।
হে কবি দারুণ অনুভূতির প্রকাশ ।
শুভ কামনা রইল।
সুন্দর মানবতাবাদী রুবাইয়াত কাব্য, মুগ্ধ ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই , ভাল থাকুন সদা ।
লেখাটায় একটা দোলা অনুভব করলাম।ভারী ভালো লাগলো
মন কাঁদে ভালবাসায়, প্রেমে হয় জবাই
তবেই না সেই গান, যার নাম রুবাই ।
সুপ্রভাত, ভালবাসা ও শুভেচ্ছা জানাই ।
বাহ্! প্রেমের দুর্দান্ত মনমুগ্ধকর উপস্থাপনা প্রিয় কবি! দারুণ অভিভূত হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অনন্য সুন্দর লেখনী। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।