টুকরো কথা -৭৭ (পৃথিবী ও বাসিন্দা)
=========================@@@
অনেক পৃথিবী আছে এই পৃথিবীরই মাঝে
মানুষের বৈচিত্রতায়।
নিশ্চয় পৃথিবী মানেই চির যুদ্ধের ময়দান
কিছুই যার অনর্থক রচে না প্রকৃতি।
ভূমিকম্প না হলে কেউ কি বুঝতে পারতো
সে কোন পৃথিবীর বাসিন্দা!
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
বিজ্ঞ কবির জীবনবোধের অসামান্য সৃজন।
ভালো থাকবেন কবিবর।
জ্ঞান ধারার অসামান্য কাব্য পাঠে মুগ্ধতা অশেষ,
অনেক প্রীতি ও আন্তরিক শুভকামনা জানবেন সম্মানিত কবি।
ঝুড়িতে অনেক পৃথিবী, ঝাঁকিতে পরিষ্কার অনুভবী।।
সমাজ সভ্যতা ও 'অনেক পৃথিবী' ভাবনায় অসাধারণ নিবেদন।
অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
অনেক অনেক শুভকামনা জানাই।ভাল থাকবেন।
পরিণাম হিসেব করেই 'যুদ্ধ' কথাটা উচ্চারন করি ।
আবার 'ভূকম্পন' কথাটাও তাই ।
যা-খুশি হোক, আমার অবস্থানেই বৈচিত্রতা ।
এভাবেই ভাবলাম এই লেখা ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
জীবনবোধের অপূর্ব কাব্য পেলাম , মুগ্ধ !!
শুভসকাল , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।