প্রীতির কথা (অণু)
====================@@@

শুধায় ভোলা বল তো প্রীতি
’প্রাণ কি পরম ধন?’
কয় ’কি জানি তোর মতো কি
আছে আমার মন!

দম হলো আজ পরের হাসি
হাসতে শুধু শেষ,
জীবন কেমন খুঁজবো যে তার
ক্ষণ কি পেলাম বেশ!’

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৫/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন