প্রীতির কথা (অণু)
[email protected]@@
শুধায় ভোলা বল তো প্রীতি
’প্রাণ কি পরম ধন?’
কয় ’কি জানি তোর মতো কি
আছে আমার মন!
দম হলো আজ পরের হাসি
হাসতে শুধু শেষ,
জীবন কেমন খুঁজবো যে তার
ক্ষণ কি পেলাম বেশ!’
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
প্রিয় কবি বন্ধুর অনন্য সুন্দর ভাবনার প্রতিফলন।
প্রেমের নাম ভালোবাসা
বাসতে লাগে বেশ;
হারিয়ে গেলেও থাকে
জীবনে তার রেশ।
পায় না মূল্য ভালোবাসা
স্বার্থে ফিরে এলে;
যৌবনের সেই স্মৃতিগুলো
হয় মূর্ত বৃদ্ধকালে।
স্মৃতিগুলো বুকে নিয়ে
এসে জীবন শেষে;
যায় কেটে শেষের বেলা
চোখের জলে ভেসে।
প্রভাতী শুভেচ্ছা সহ রইল আমার প্রাণ ভরা ভালোবাসা।
সুন্দর
অতুলনীয় উপস্থাপনা ! খুব ভালো লাগলো !
প্রিয় কবিকে সাঙ্খ্যা শুভেচ্ছা জানাই !
ভালো থাকুন !
শুভরাত্রি !
আয়ুর আয়ু দমের সাথে,
একটু দিনে আধটু রাতে।
সবটুকু দেই ভেঙ্গে চুরে,
প্রাণপাখি তাও অচিনপুরে।
অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
রূপকের আড়ালে জীবনমুখী ভাবনার অণু কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
চমৎকার উপস্থাপন। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
জীবনবোধের সংলাপ প্রধান কাব্য!খুব ভালো লাগলো।
মনোমুগ্ধকর পরিবেশন
চমৎকার অনুভূতির অনন্য জীবনবোধ শৈল্পিক কাব্যে মননশীল ভাবে উঠে আসলো আপনার অনুকাব্যে। অপূর্ব!অফুরন্ত শুভেচ্ছা ও ধন্যবাদ আপনার জন্য।
চমৎকার, সময়ের অভাব জীবন খোঁজার। সঠিক।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
ভালো লাগার এক অসাধারণ প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
অনন্য উপমায় চমৎকার রূপক কবিতায় অভিভূত হলাম,
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
সুন্দর ভাবধারার, অনন্য জীবনবোধের ছন্দ কাব্য ।
থাকল শুভকামনা ও শুভেচ্ছা, অফুরান , প্রিয়কবির প্রতি ।
ভাল থাকুন সদা ।
অল্প কথায় চমৎকার জীবনবোধের গল্প!
সাধুবাদ জানাই সাথে শুভেচ্ছা ও ভালোবাসা এবং প্রার্থনা করি-
আপনার যাপিত জীবনের প্রতিটি দিন হোক সুখ-সমৃদ্ধিময়।
ঠিক, মন কি সবার সমান হবে? তাহলে দ্বন্দ্ব যুদ্ধ আর থাকত না ভাই।
খুব সুন্দর কথা কবিতায়🌹
ভালো থাকো সব সময়।
রবীন্দ্র শুভেচ্ছা জানিয়ে গেলাম সাথে শুভকামনা।
আপনি তো কবি ছন্দের যাদুকর! ভারী সুন্দর!
চমৎকার।পাঠে আনন্দ পেলাম।কবিকে একরাশ শুভ কামনা।
জীবন দর্শনের সুন্দর কবিতা।
ভালো লাগল।
জীবনবোধের দুর্দান্ত উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুন সুন্দর কাব্য কণিকা। শুভকামনা রইল প্রিয় কবি।
খুব ভাল ভাবনার প্রতিফলন ঘটেছে লেখায় ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
চমৎকার জীবনমুখী লিখা পাঠে বেশ লাগল ধন্যবাদ।