প্রীতির কথা (অণু)
====================@@@
শুধায় ভোলা বল তো প্রীতি
’প্রাণ কি পরম ধন?’
কয় ’কি জানি তোর মতো কি
আছে আমার মন!
দম হলো আজ পরের হাসি
হাসতে শুধু শেষ,
জীবন কেমন খুঁজবো যে তার
ক্ষণ কি পেলাম বেশ!’
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
প্রেমের নাম ভালোবাসা
বাসতে লাগে বেশ;
হারিয়ে গেলেও থাকে
জীবনে তার রেশ।
পায় না মূল্য ভালোবাসা
স্বার্থে ফিরে এলে;
যৌবনের সেই স্মৃতিগুলো
হয় মূর্ত বৃদ্ধকালে।
স্মৃতিগুলো বুকে নিয়ে
এসে জীবন শেষে;
যায় কেটে শেষের বেলা
চোখের জলে ভেসে।
প্রভাতী শুভেচ্ছা সহ রইল আমার প্রাণ ভরা ভালোবাসা।
প্রিয় কবিকে সাঙ্খ্যা শুভেচ্ছা জানাই !
ভালো থাকুন !
শুভরাত্রি !
একটু দিনে আধটু রাতে।
সবটুকু দেই ভেঙ্গে চুরে,
প্রাণপাখি তাও অচিনপুরে।
অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
ভাল লাগলো ; শুভকামনা রইল।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
থাকল শুভকামনা ও শুভেচ্ছা, অফুরান , প্রিয়কবির প্রতি ।
ভাল থাকুন সদা ।
সাধুবাদ জানাই সাথে শুভেচ্ছা ও ভালোবাসা এবং প্রার্থনা করি-
আপনার যাপিত জীবনের প্রতিটি দিন হোক সুখ-সমৃদ্ধিময়।
খুব সুন্দর কথা কবিতায়🌹
ভালো থাকো সব সময়।
রবীন্দ্র শুভেচ্ছা জানিয়ে গেলাম সাথে শুভকামনা।
ভালো লাগল।