প্রতিশোধ
======================@@@
খুব কঠিন এই ভবের ধারা
বলছি তবু শেষে,
ঘাত যে তোমায় কষ্ট দিলো
ক্ষমা করো হেসে!
ভাব দেশে আজ দ্যাখো সঁপে
শুদ্ধ সরল বোধ,
চড় খেয়ে কিল দিলেও ফেরত
নয় তা প্রতিশোধ!
হোক না বুকে ধৈর্য জমে
পুণ্য রূপী নিধি!
পাবেই সাজা কাল যে পাপী
দেননি কথা বিধি?
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা, প্রিয় কবি।
নয় তা প্রতিশোধ!"
জীবনধর্ম, মানব প্রকৃতিকে নিয়ে , শিক্ষণীয় জ্ঞানবান আজকের ছন্দে, সুন্দর কাব্যে মন ছুঁয়ে গেল, মুগ্ধ !
শুভদ্বিপ্রহর , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।