রিপুর টানে
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@

মন যদি রয় রিপুর অধীন লক্ষ্য হয়ে ধড়ফড়ে,
মগ্ন ক্ষণের নগ্ন তোড়ে ভিত করে দেয় নড়বড়ে।
হয়তো বা সে দর্পে রাখে ধন জনে মান সবই ঠিক
জ্ঞানহীনা সার বিবেক তবু নিভৃতে তার নেয় হরে।

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/১১/২০২০ইং।