রঙের রঙ
======================@@@
বাড়লে দু’ ঠোঁট রসের ক্ষেতে
আসবে কি সে হার!
বুঝেই বলি সাফ রাখে মন
বিবেচনার ধার।
পোষাক দেখো করতো যে কাল
লজ্জা নিবারণ,
ঢাকতে চরিত আজ যতো তার
রঙের প্রয়োজন।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৫/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অসাধারণ অনবদ্য কবিতা!
লিখে চলো ভাই। আর ভালো থাকো সবসময়।
শুভ কামনা রইল সাথে।
শুভেচ্ছা সতত,শুভকামনা নিরন্তর কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।
উপস্হপনা করে গেলেন প্রিয় কবি,
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
যতই কর রংবাজি তার নাহি কোন লাভ।
অনেক সুন্দর জীবন বোধের কবিতাখানি মুগ্ধতা রেখে গেলাম।
শুভসকাল ,হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।