রৌশনে জাগা সোম
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


আমি রেখে যাবো!


আমি রেখে যাবো কিছু কথা------
যেন একদিন তা উত্তপ্ত বুলেটের মতো
আঘাত হানে তোমাদের বুকে
কিংবা অন্ধ কুৎসায় গড়া অন্তরে শ্রাবণ ধারার বৃষ্টি ঝরাতে
ক্ষণে ক্ষণে নিয়ে যায় উদাস বনের ক্রোড়ে!
আমি রেখে যাবো কিছু স্মৃতি------
যেন তা বুনো মশকের মতো তীব্র কামড় ও ভন ভন শব্দে
নিদ্রাহীন করে তোমাদের
কিংবা কর্কশ আঁধারে ঝিঁঝিঁ পোকার যন্ত্রনাদায়ক ডাক হয়ে
অস্থিরে গড়ে দেয় মোহে ভরা অন্তর!
আমি রেখে যাবো কিছু কবিতা------
যেন তার নিগূঢ় অর্থ অন্তক্ষরণের কারণ হয়ে দাঁড়ায়
তোমাদের সামনে একদিন
কিংবা প্রিয়জন হারা বেদনার মতো দিশেহারা করে দেয়
তার সুধার দোলা!


শত অবজ্ঞা অবহেলা অন্তরে পুষে রাখার পরও
যেদিন জানতে পারবে তোমরা
শুধু তোমাদেরই কারণে আমার এ অভাগা অন্তর
আশায় গড়েছিল এক ’রৌশনে জাগা সোম’!!!


(গদ্য কবিতা লেখার প্রচেষ্টা)


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৫/২০২১ইং।