রুবাইয়াত-ই-বোরহান
(দাও শুধু দাও! পূর্বাভাস
ফিরবে ভাবো! ও ভোলার কথা)
=============================@@@


(১) দাও শুধু দাও!


যতোই আনুক পূবাল বাতাস লোভ মোহ ধী’র বন্দরে,
মাতাল হয়ে রইবো পড়ে আপনা যে ভূম সেই গোরে।
বাইবো না ফের রূপ সায়রে হরেক আশায় এই তরী,
নামের শরাব দাও শুধু দাও কৃপায় অশেষ গ্লাস ভরে!


(২) পূর্বাভাস


স্মৃতির বশে বই না সখী আর এ’ বুকে হা-হুতাশ,
এক জনমের কষ্ট দিয়ে তুলছি গড়ে নীল আকাশ।
রোজ নিশীথে চন্দ্র উঠে ঋক্ষ তারা ঝলমলে,
চাইলে কি রয় বল সুদূরে তোর দু’আঁখির পূর্বাভাস!


(৩) ফিরবে ভাবো!


শুদ্ধি খোয়ে বুদ্ধি যতো রিপুর কাছে ঋণ করে,
ভ্রান্তি সেজে শান্তি কাড়ে মঞ্জিলে রোজ রাত গড়ে।
নন্দুরে আজ বন্ধু ভেবে না যদি দাও দু’চরণ,
ইন্দু কি ফের বিন্দু হয়ে ফিরবে ভাবো এই দোরে!


(৪) ভোলার কথা


এই দুনিয়ার ছন্দ ভেবে আলাদিনের বাম মলম,
কেউ মেখো না শুকনো গায়ে বাড়বে ভেবে দাম অলম!
যেতেই হবে সব ফেলে শেষ, আজ যদি রয় জ্যান্ত ভুল,
সেদিন কিন্তু ছাড়বে না নিজ বাম পকেটের শ্যাম কলম!


=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৫/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন