সাধ্যে বাঁধলে সাধ (অণু)
[email protected]@@
ফুটবে না তাতে
হয়তো সুখের কলি,
যদি থাকে কেউ
আপনার মাঝে সেধে,
নিজ ঘাতে তবু
দুঃখ পালাবে জ্বলি,
রাখলে সে সাধ
সাধ্যের মাঝে বেঁধে।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনন্য রূপকের কৌশুলী উপস্থাপণ
মন কেড়ে নিল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
অভিভূত অনুভূতির বেশ দারুণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ রাত্রি প্রিয় কবি
রূপকের আড়ালে আবেগময় জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার বিবিধ কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
অনন্য জীবনবোধের প্রকাশ চমৎকার ছন্দে... খুব ভালো লাগল।
শুভেচ্ছা নিরন্তর কবি।
জীবনবোধ ও মানবতার অনন্য কবিতা। চমৎকার উপলব্ধি ও উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
সাধ্যের মাঝে সাধ,
ঘুচে যাবে পরমাদ।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
চমৎকার জীবনবোধ অনন্য সুন্দর মাবতার চিত্রায়ণ মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। শুভকামনা অফুরন্ত আপনার জন্য।
অনবদ্য দলিল।।
রূপকে, অপূর্ব জীবনবোধের কাব্য প্রকাশ ,মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা, প্রিয়কবি ।
সুন্দর ভাবনা।ভালো লাগল
সুন্দর
অসাধারণ উপস্থাপনে মুগ্ধ প্রিয়
রূপকের আড়ালে অসাধারণ জীবনবোধের চিত্র।
দারুণ লাগলো প্রিয় কবি। শুভ সকাল।
বানীময়
যথার্থ ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
একদম। শুভকামনা নিরন্তর প্রিয় কবিবর।
প্রেরণাদায়ক ভাবনায় খুব সুন্দর উপস্থাপনা। মুগ্ধ হলাম ! শুভকামনা নিরন্তর প্রিয় কবি ।
সত্য বলেছেন শ্রদ্ধেয় কবিজী।মন ছুঁয়ে গেল! ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভেচ্ছা আপনার জন্য।