সাধ্যে বাঁধলে সাধ (অণু)
======================@@@
ফুটবে না তাতে
হয়তো সুখের কলি,
যদি থাকে কেউ
আপনার মাঝে সেধে,
নিজ ঘাতে তবু
দুঃখ পালাবে জ্বলি,
রাখলে সে সাধ
সাধ্যের মাঝে বেঁধে।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
মন কেড়ে নিল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
ভাল লাগলো ; শুভকামনা রইল।
শুভেচ্ছা নিরন্তর কবি।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
ঘুচে যাবে পরমাদ।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা, প্রিয়কবি ।
দারুণ লাগলো প্রিয় কবি। শুভ সকাল।