টুকরো কথা -৬৬ (সমীরণ এসেছিলো)
==========================@@@


তরঙ্গায়িত সুর-সুধা পর করেছে বলে
সহস্র বছর ধরে নির্জনে বাস করছি
আমি আর একাকীত্ব,
এক দরজা অ’লা নিচ্ছিদ্র ঘরে হুড়কা এঁটে, নির্ঘুম।


আলস্যের আচ্ছন্নতা দেখে ওর চোখে
বাহিরে গিয়েছিলাম গতকাল
ক্ষণিকের জন্য,
ফিরেই শুনি, বেড়াতে এসেছিলো -
দখিনা সমীরণ।
জিজ্ঞেস করলুম - বলে গেছে কি কিছু?
জবাব - না, শুধু পাল্টে দিয়েছে ক্যালেন্ডার!


বুঝতে পারিনি -
সুর নাকি আরও শূন্যতা পেয়েছে তাতে
একাকীত্ব।


# নববর্ষের শুভেচ্ছা রইল সবার প্রতি!
ছন্দ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক আগামীর দিনগুলি।
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০১/২০২৪ইং।