সেই জানালাটি
বোরহানুল ইসলাম লিটন


সারাদিন আমি চেয়ে থাকি শুধু
সেই জানালাটির পরে,
কেউ না জানলেও আমি জানি
তুমি একা থাকো সেই ঘরে।
বই অথবা খাতা কলম নিয়ে
বসে থাকো একাকি,
ওঁত পেতে আমি আড়াল থেকে
তোমাকেই শুধু দেখি।
তাকিয়ে থাকো বাহিরের পানে
দেখো ডালে বসা পাখি,
অবাক হয়ে আমি চেয়ে দেখি
তোমার ঐ দুটি আঁখি।
কখনও অবাক কখনও হতাশ
তোমার চোখের চাহনি,
বন্ধ করো সেই জানালাটি
আমাকে দেখলে অমনি।


প্রকাশ কাল
০৯/১২/২০১৯ইং।