শেষ ছুটি
=====================@@@

বাসলো যেজন আশায় ভালো
কই কি তারে আপনজন?
ভাবনা বাঁধে আমায় কষে
যখন থাকি একলা বসে
ডুকরে নামে চোখের পানি
পায় না খুঁজে নিজ আসন।

তবু বলি বিশ্বাসে রোজ
তারেই তুলে হাত দু’টি -
’শুনছো তুমি প্রাণের পতি
করছি তব এই মিনতি,
না যদি নাও ইল্লিয়্যিনে
চাই না আমি শেষ ছুটি!’

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৬/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন