সাহসী উচ্চারণ (অণু)
====================@@@

নিরলস শ্রমে মেধা ঢেলে তুমি
ছবি একে নিশি-দিন,
ভাবছো হবোই পিকাসো কিংবা
জয়নুল আবেদীন?

নিশ্চয় শুনে অনেকে বলবে
মূল্যহীন এই পণ,
অন্তর থেকে আমি মানি তবু
’সাহসী উচ্চারণ।’

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৬/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন