শায়েরী (একগুচ্ছ)
==========================@@@


(১) এই বাগে!
এক চেটো আজ দরদ বুনে বুঝে মেঘের কারসাজি,
কোয়েল শ্যামা কেউ ধরে না ক্ষণিক এসে ফের বাজি!
উইড়া যা রে মন কোকিলা থাকিস না আর ভুল ক্ষণে,
এই বাগে তোর সুর ক্ষয়ে যায় সেই পাপিয়ার ক্রন্দনে!


(২) জানিস কেন?
শালিক আড়ে জল চেপে খায় ব্যাকুল যতো রাগ গোসা,
জানিস কেন মেঘ ভুলে বাস দেখে এহেন ভাব দশা?
আজ বসে ওই পথের ধারে যেচে শ্যামার পণ্ডিতি,
কয় সবে ’তুই মন্দ ভোলা’ জপি বলে তোর স্মৃতি!


(৩) থাক ভালো তুই অন্তরে!
প্রথম দেখার বাক্য ছিলো থাক ভালো তুই অন্তরে!
শেষ দেখায়ও বলেছিলাম থাক ভালো তুই অন্তরে!
দুঃখ সুখে আজ সদা চাই থাক ভালো তুই অন্তরে!
আস্থা রাখি বলেই যাবো থাক ভালো তুই অন্তরে!


(৪) ভাবলি না!
না বুঝে এই মনের কথা চিল সেজে ভর দুপুরে,
ইচ্ছে মতো উড়ে গেলি খুব সহজে খুব দূরে!
ভাবলি না কাল তুই বিহনে তপ্ত বুকের ডাক শুনি,
নিদ খোয়ে কেউ হতেই পারে ছটফটে এক টুনটুনি!


(৫) দিস্ রে জবাব!
যত্নে লিখে মনের কথা রঙিন খামে ফের ভরে,
ছুঁড়ে দিলাম মেঘের দেশে সেই কথাটি আজ স্মরে!
দিস্ রে জবাব পেলেই হাতে থাকলাম আমি এই বসি,
ব্যাকুল হয়ে খুঁজবো রে সই পড়বে তারা যেই খসি!


(৬) থাক্ রে ভালো!
জোনাক বা হোক ইচ্ছে মতো অচিন পাখির রূপ ধরে,
যেথায় থাকিস থাক্ রে ভালো দোয়া রাখি অন্তরে!
ভাঙবো না তোর গোপন কথা রাখবো তবু এই ভিতে,
ঘাসফুল হয়ে যায় যদি যাক ক্ষয়েই এ’ প্রাণ নিভৃতে!


(৭) পায় কি খুঁজে!
তোরে ভেবে বসলে রে সই বকুল তলের নিবিড় ছায়,
খুব কাঁদে প্রাণ পাতায় আড়ে শালিক যদি ছটফটায়!
জল ভরা এই অক্ষি দু’টি মেঘের ও’ দেশ যায় ছাড়ি,
পায় কি খুঁজে মন তরী আর ‘আজ কে হবে কাণ্ডারী!’


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন