শীতের বিড়ম্বনা
বোরহানুল ইসলাম লিটন


তীব্র শীতে বসে আছি
পাইনি রোদের ছোঁয়া,
দেখি ছোট ভাই টার নাক মুখ দিয়ে
বেরচ্ছে প্রচুর ধোঁয়া।
নিশ্চয় লুকিয়ে খেয়েছে বিড়ি
রাগ টা গেলো চড়ে,
ঠাস করে চড় কশিয়ে দিলাম
কটা গালের উপরে।
কাঁদতে কাঁদতে চলে গেলো
ঢুকল গিয়ে ঘরে,
শাসন করেছি বেশ করেছি
গর্বে বুকটা গেলো ভরে।
একটু পরেই বাজার থেকে
ফিরলো ভাই জান বাড়ি,
আমার দিকে তাকাচ্ছে কেমন
চোখটি করে আড়ি।
নিশ্চয় ছোট কে মেরেছি সেই
খবরটা গেছে কানে,
সত্য কথা বলে দিব তাই
ভয় পেলাম না মনে।
কাছে ডেকে জিজ্ঞেস করে
করেছিস চেহারা টার কি ছিরি?
সত্যি করে বল দেখি তুই
কবে থেকে খাস বিড়ি।
কানটা ধরে বলে এমন
ভুল করবি আর বল?
পিঠের উপর কশিয়ে দিল
কটা ধুম ধারাক্কা মার।
ছোট ভাইকে মেরে কতোটা
করেছি আমি ভুল,
বুঝলাম মার কটা খেয়ে যখন
দিতে হলো তার মাসুল।
ঘরে গিয়ে ছোট কে বলি
উঠ না ভাই টি সোনা,
দোষ আমাদের নয়
এতো শীতের বিড়ম্বনা।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/১২/২০১৯ইং।