সোহাগী সুন্দরী
বোরহানুল ইসলাম লিটন
=========================@@@


ওই যে চলেছে মেঠো পথ সরু সর্পের মতো বেঁকে,
প্রান্ততে কোন শিল্পী দিয়েছে ছোট গ্রামখানি এঁকে।
সুন্দরী নাম বলেছিল ডেকে আদরে কে যেন তার,
তারই মাঝে আজও জেগে আছে এক সোহাগীর সংসার।


একলা জীবন আপনার বলে নেই বন্ধনে কেউ,
তবু যেন তার অন্তরে বহে শত স্বজনের ঢেউ।
জুটে না কখনো ভাত তিন বেলা থেকে সে সখ্যে মাতি,
নকশি কাঁথার প্রতি ফুঁড়ে চলে অপরের স্মৃতি গাঁথি।


একদিন ছিল ভরা ঘরখানি ছেলে কলিজার ধন,
স্বামী যেন তারে বিদায়ের কালে নিতে করেছিল পণ।
কাঁদে না সোহাগী দু’চোখের জল নিয়েছে যাতনা কেড়ে,
বিশ্বাস তবু যায় নিকো তারে ক্ষণিকের তরে ছেড়ে।


ভর দিনমান ঘরে বা বাহিরে নিজেরে ব্যস্ত রাখি,
আঁধার নামলে সাজে সে কাতরে সাথী হারা এক পাখি।
নামাজের কালে দোয়া করে তাই তুলে দুইখানি হাত,
কখনো বা তার নির্ঘুমে যায় এভাবেই কেটে রাত।


পরের দুঃখে দিবানিশি তার অন্তর থাকে খোলা,
যেন তা ভরানো শীতল ছায়ায় মমতার এক গোলা।
বিধাতার ডাকে সেও দিবে সাড়া সময়ের সাথে খেলে,
পড়ে রবে শুধু ভাঙা পিঞ্জরের স্মৃতিগুলো অবহেলে।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৬/২০২১ইং।