স্বপনের ঘোরে
===========================@@@


অদ্যই রাত্রিতে দেখি স্বপনের ঘোরে
তোমারি বুকের পরে বসে এক মায়াধারী পাখি,
সোহাগী অধর দিয়ে করছে পরখ
ঘুমিয়েছো কি না ভেবে সযতনে টেনে ও’ দু’ আঁখি!


নিস্তব্ধ আকাশে বসে সুহাসিনী চান
যদিও ফেলছে গড়ে অবিরাম জ্যোৎস্নার ফুল,
ঈষৎ গোমড়া মুখে বসে পাশাপাশি
তবুও মেঘের দল কেন জানি ভীষণই আকুল!


ঝরছে শুকনো পাতা মৃদু সমীরণে
বেশী বা অঝোরে নয় দু’একটা থেকে থেকে খসি,
অদূরে ঝোপের আড়ে জোনাকির দল
গোপনে ব্যাকুল ওরা হয়তো বা যাচে না উষশী!


কখনো উঁচিয়ে ঠোঁট খুব দূরে চেয়ে
পাখিটি বলছে কিছু একটুও আসে না সে’ সুর,
আবার তোমাতে ফিরে ভাবছে যা কিছু
নিশ্চিত বোঝাই যায় বেদনে তা অসীমই বিধুর!


নির্বাক, অবাক হয়ে দেখছি এ’ ছবি
তৃষিত প্রহর গুনে কি হবে কি ভেবে অবশেষে,
হঠাৎ বুঝি সে পাখি হলো অপলক
তখনো লাজুক আলো পৌঁছেনি এ’ ধরণীতে এসে!


উৎসর্গঃ সম্মানিত কবি ‘আর ইসলাম’ এর প্রতি।
’বোহেমিয়ান কাল’ কবিতায় তার দেয়া মন্তব্যে
অনুপ্রাণিত হয়েই এই কবিতাটি লেখা।


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন