স্বপ্ন
===========================@@@


দিবস কোথায় যায়? মুখ কেনো ভার?
কখন, কে দিলো ওরে অদ্রি অদ্রি কুঁজ?
নির্জনেই বসে ভাবি সেই আম্রতলে,
ডুবেছে একটু আগে ভাষা খোয়ে স্বাধীন সুরুজ।
আসছে ভুসারা নেমে মৃদুলা কদমে
নয়কো বৃদ্ধের মতো বলবো না হাঁটি হাঁটি খুকি,
নিশ্চয় জানে না ওরা এটা কিন্তু ঠিক
চন্দ্রিমা দিতেছে থেমে মগডালে বারে বারে উঁকি।


যে’রূপেই যাক তিথি ঢালাইয়ে বা খড়ে
আঁধার আসবে ধেয়ে অমানিশা ঢেকে দিতে দোর,
নাচনে উঠবে মেতে পতঙ্গের দল
শুধুই নিভন্ত পেতে অবশিষ্ট গোরের আগর।
স্বপ্ন কি অজ্ঞান রয় আঘাতে শ’ কিরে!
রক্তাক্ত হয়েও যতো যুদ্ধ ক্ষেত্রে নেমে
আসেনি কি নিজ গৃহে স্ব-স্বভাবে বারে বারে ফিরে!


তোমাকে হে! দ্যাখো ঘসে হুঁশ আর মান,
মানুষ বিহনে নয় বহতা যা ছন্দিত লোবান।
স্বপ্ন মানে বুকে এক ধর্ম রূপী বাড়ি,
স্বপ্ন মানে চতুর্দিক ভিতে-গীতে সব নর-নারী।


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৪/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন