স্বপ্নময়ী চিরকুট
=============================@@@


পূর্বের মতোন যদি -
চেনা সে কলেজে যেতে পারতাম ফের, তবে জানি
নিশ্চয় উঠতো জেগে শালিকের সেই কানাকানি।
ধুলিতে রয়েই যতো বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়া ফুল,
নিজেরে রাখতো খুব হাসি-খুশি স্বচ্ছতে অতুল।


খুব ভালো করে আমি জানি -
কেরাম বোর্ডের আড্ডা উঠলেও জমে
বসতে ফড়িং এক মিনারের গায়ে
সরল বিশ্বাসে যেতে ক্ষণকাল থামতো না দমে -
একটু পিছনে যার গলে রেখে গল
কাটতো জাবর দু’টো নিশ্চিন্তেই নিদ্রালু ছাগল।


ক্ষরিত স্মৃতির দান যতোটা না সুমধুর
তার চেয়ে ঢের বেশী বক্ষভেদী বেদনা বিধুর।


বুঝি বসে তাই -
কালের উদরে মিশে ফিরতে কি পারে কেউ আর
ভীষণই সুদূরে গেলে মেঘ দলছুট!
যেমন দিবে না এনে মৃদু সমীরণ
আবার ব্যাকুলে এসে কোন কালে স্বপ্নময়ী চিরকুট!


=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
31/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন