স্বর্গের সুবাস
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


সেদিন আকাশে এক উঠেছিল চাঁন,
ঝিঁঝিঁরাও গেয়েছিল সুমধুর গান,
ফুটে রঙে নানা ফুল
খোশে ছিল মশগুল
জ্যোৎস্না আলোও পেয়ে চঞ্চলা প্রাণ,
কেড়েছিল হেসে খেলে বেদনার তান।


জীর্ণ কুঠিরে এসে স্বর্গ সুবাস,
নিজেকে বিলিয়ে হলো বিধাতার দাস।
সত্যের ছায়াতল
গড়ে তুলে ধরাতল
পাপী তাপী মনে এনে বিশ্বাসী আশ,
সাম্যতে টেনে ধরে দৈন্যের রাশ।


কেউ নিল বুকে টেনে কেউ ভেবে খল,
নিভৃতে গড়ে তুলে নাশকের দল।
বিধাতা-ই সাথী যার
কে করে বিনাশ তার
যদি বা সুধার ধারা বয় সেই গল!
মরা গাছে ধরে তাতে সুমধুর ফল।


(আমার এই ক্ষুদ্র প্রয়াসটি অত্যন্ত প্রিয় কবি ’শহীদ উদ্দীন আহমেদ’ এর প্রতি উৎসর্গ করলাম)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০২/২০২১ইং।