স্মৃতির পাতায়
বোরহানুল ইসলাম লিটন
===============


শৈশবেতে ছিল আমার
ছোট্ট খেলার সাথী,
সাজলে কেহ রাতের আলো
অন্যে তাহার বাতি।


গলা ধরে ঘুরতে যেতাম
মানিক জোড়ের মতো,
দুষ্টু ভরা খুনসুটি তে
দিন করিতাম গত।


ঘাটে মাঠে ছুটতে যেতাম
গাছের শাখায় গান,
দুই টি দেহ ভিন্ন তবু
এক দুজনার প্রাণ।


লেখা-পড়ায় খেলা-ধুলায়
সুঁইয়ে যেমন সুতা,
একটা ছাড়া অচল যেন
অন্য পায়ের জুতা।


জ্বর অসুখে পড়লে কেহ
ঝরতো দুয়ের চোখ,
দুঃখ সুখে আগলে বুকে
আনন্দ আর শোক।


আজ দু-জনা দুই পাড়েতে
হয় না ক্ষণিক কথা,
তবুও আছে মনের কোনে
স্মৃতির পাতায় গাঁথা।


*******************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৩/২০২০ইং।