সমানে সমান
==========================@@@


এখনও তোমাকে দেখি টলটলে খালে
লহরির সাজে কেশ মৃদু বায়ে দুলে করে খেলা,
লাজুক বদনে জাগা শাপলার হাসি
শালিকের ডাকে গড়ে চুপি চুপি ফাগুনের বেলা।


কচুরী পানার ফুলে পেয়ে জেদি আঁখি
ভীষণ অবাক হয়ে পাশে দেখি হংসের কেলি,
বাঁকি যা বলার ছিলো শুনবার আশে
আহত জবান খুঁজি
দল বেঁধে উড়ে গেলে বলাকারা সাদা ডানা মেলি।


হেরে যায় অবশেষে চির চেনা ক্ষণ,
বুকের পাঁজরে ক’টা হলদেটে ঘাসে
নীরবে যখন নামে ফোঁটা দুই হিমের মতোন।


অটল পাহাড় সেও ক্ষয়ে ক্ষয়ে যায়,
প্রবল আষাঢ়ে নদী দেখে সেই দশা
কাতরে নোঙর ফেলে টলে পড়ে স্বীয় মোহনায়।


’এভাবে বয়েছে কেউ অবাঞ্ছিত ব্যথা!’
বুঝেও যদি বা থাকো করে এই ঝড়ো অভিমান,
হয়তো হলেও আমি শরতের কাশ
দেবো না মেঘেরে জ্যোতি হতে দোঁহে ‘সমানে সমান!’


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন