সমব্যথী মন
বোরহানুল ইসলাম লিটন
==================৥৥৥


পড়েনি তখনো বেলা,
উদ্র্ধ গগনে সূর্যটা হেসে
দাপটে করছে খেলা।


নামাজি চলেছে মসজিদ পানে
কৃষক ফিরছে বাড়ি,
অঝোরা ঘামের হাটুরে থামাতে
পিপাসা দিতেছে আড়ি।


ভাগাড়ে বৃদ্ধ খাবার তালাশে
সাথে কুকুরের দল,
এ দিকের মাল ওদিক টানছে
খোয়ে গতরের বল।


যেই না বেরুলো খাবারের ঠোঙা
জেগে সকলের আশ,
নিমিষেই যেন ভেঙ্গে দিল সব  
যাতনা ক্ষুধার বাস।


মানুষ পশুতে ভাগাভাগি দেখে
ভুলে বিদ্বেষী রোধ,
অবাক দু’চোখে চেয়ে খুঁজে মন
হারানো বিবেক বোধ।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৬/২০২০ইং।