সময়ের সাথী
====================@@@


হায় রে এ কোন ধারা!
ঘ্রাণ ভাবে যে প্রাণ সজনী
দলে মানের সাড়া!


আগে যখন কমতো নিশির খ্যাতি,
কেউ বা না কেউ দূর গগনে
দিতোই জ্বেলে বাতি!
উঠলেও আজ শশী,
নিজের তরেই রয় আড়ে সে
ঘাপটি মেরে বসি!


তাই ভেবেছি আমি,
খুঁজবো না আর খামি!


দেখবো না আর দুষ্টু বুড়ির সুতো,
দিক না যতোই চরকাটা তার
এ হৃদয়ে গুঁতো!
ভাববো ঘোরই চাষী,
রোজ ছড়িয়ে তার জমিনে
ফোকলা দাঁতের হাসি!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১-০১-২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন