সময়ের সচিত্র
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


চলছে সময় বড়ই কঠিন
     রোজ যদি বা হচ্ছে সাহস
          ক্ষয়,
বাঁচায় আশায় মন তবু ঠিক
     করছে শেষে রুক্ষতাকে
          জয়।


তাই বলে কি শঙ্কা ভীতি
     হটছে পিছু একটুখানি
          দূর!
ক্ষণ প্রতিক্ষণ আনছে আরও
     যম করোনায় মৃত্যু ধ্বনির
          সুর।


কাড়ছে বলে মায়ার বাঁধন
     সখ্য প্রীতি নেই সকলের
          মাঝ,
রাত পোহানোর দৃশ্য দেখে
     আজ মনে হয় সদ্য কলির
          সাঁঝ।


জন মানুষের ঢক যেন সব
     চলছে টেনে মৃত্যু ভীতির
          ছাপ,
পুণ্য পাপের কষতে হিসেব
     মন গহীনে বাড়ছে দেখে
          তাপ।।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/১২/২০২০ইং।