সমুদ্রে পড়লে নক্ষত্র, ক্ষণিক ঘুমের ঘোরে
ও চেনা ভুল (তিনটি অনু)
=========================@@@


(১) সমুদ্রে পড়লে নক্ষত্র


হারায়ে স্বপ্নের বল রজনীর ঘোরে
আহত নক্ষত্র এক লোনা জলে খসে পড়ে যদি,
থাকে না অতল সেই সমুদ্রের বুক
নীরবে আঘাত সয়ে জেগে রয় হয়ে মরা নদী!


(২) ক্ষণিক ঘুমের ঘোরে


ঘুমের ঘোরে বসেই দেখি স্তব্ধ হিজল তলে,
যাচ্ছে ভেসে কপাল আমার আধলা নদীর জলে!
পড়লো পাশে আকাশ থেকে একটা তারা খসি,
কেউ দ্যাখেনি সাক্ষী শুধু কণ্ঠ হারা শশী।


(৩) চেনা ভুল


অবেলা ও’ পথে গেলে হাঁটবার ছলে
পেলেই কুড়িয়ে নিই ঝরে পড়া ফুল,
ভালোবাসি বলে সখী তোর কথা ভেবে
আজও করি বেখেয়ালে চেনা এই ভুল!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন