সঙ্গী
বোরহানুল ইসলাম লিটন



ছোট্ট শিশু উঠোন পরে
খেলছে কেমন ঘুরে ঘুরে
বিড়াল ছানা
আস্তে আস্তে এসে,
ভাবলো অনেক মজা হবে
দুজনাতে খেললে তবে
মুখপানেতেে
উঠলো চেয়ে ডেকে।


কান্না ভরে অবুঝ শিশু
কাপড় ভরে করলো হিসু
আতঙ্কেতে
উঠলো যেমন চমকে,
শব্দ গেলো মায়ের কানে
ছুটে এলো নাড়ির টানে
বিড়াল ছানা
দাঁড়ালো তাই থমকে।


ভয় পাস নে লক্ষ্মী সোনা
ও তো তোর বিড়াল ছানা
হাত বাড়িয়ে
কোলে নিলো তুলে,
মাথা রেখে মায়ের বুকে
ভয় ডর সব গেলো চুকে
কান্না গেলো
একবারে সব ভুলে।


বিড়াল ছানা ছিল পাশে
মায়ের কোলে শিশু হাসে
আবার তারে
যেই না দিল নেমে,
হাত দিয়ে দুই গালটি ধরে
ভরে দিল সেই আদরে
বিড়াল ছিল
চুপটি করে থেমে।


সেই দিন থেকে অবুঝ দুয়ে
খেলছে দুজন ছুঁয়ে ছুঁয়ে
আপন হলো
দুইজনাতে মিলে,
আটকে গেলো সঙ্গী বেশে
থাকলো দুজন পাশে পাশে
ভয় গেলো তাই
একবারে সব চলে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০১/২০২০ইং।