শরতের এক শেষ বিকাল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


মেঘগুলো সব নীলের দেশে
গল্পে ধীরে চলছে হেসে
তার সাথে এক চিল,
হালকা বায়ে ঘুড়ির বেশে
পাখ’দু মেলে উড়তে ভেসে
দেখছে সবুজ বিল।


শুভ্র কাশের উছল হাসি
শাপলা বিলে রাশি রাশি
উড়ছে মাঝির পাল,
তাই দেখে খোশ রাখাল চাষী
চলছে দু’জন পাশাপাশি
কান্ধে নিয়ে জাল।


পান কচুরীর ভাসছে ভেলা
বসছে চো পাশ হাঁসের মেলা
দেখলে শামুক বেশ,
গপ গপা গপ গিলতে খেলা
নিচ্ছে না দম করতে হেলা
গুনতে সাঁঝের রেশ।


নেই কোলাহল খেলার মাঠে
সূর্যটা শেষ নামছে পাটে
ভ্যাপসা গরম কাল,
আর বুঝি কেউ নেইকো হাটে
ভীড় জমেছে নৌকা ঘাটে
পড়লো যখন তাল।।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৯/২০২০ইং।