স্ব-গৃহে মায়ের মত হলে রে অদামি -
সভ্যতাকে বেচে দেবো আমি!

কখনো হারিয়ে গেলে দূর্বাদের হিম
বর্ষাস্নাত মাচা থেকে লকলকে সিম
নিভু নিভু কুপি থেকে হাট্টিমার ডিম
সভ্যতাকে বেচে দেবো আমি!

মিলাদ না পেলে স্থান অঙ্গনের মাঝে
রুটি ও হালুয়া শবে বরাতের সাঁঝে
বৈশাখ-পৌষের মেলা পাকুড়ের ভাঁজে
সভ্যতাকে বেচে দেবো আমি!

ম্লান হলে তাঁতি জেলে শ্রমিকের ঘাম
জারি সারি কিচ্ছা শ্লোক বাউলের চাম
কৃষি মুখী মানুষের শ্যামলা সুনাম
সভ্যতাকে বেচে দেবো আমি!

দেখুক না আজই থেমে সখ্যতার ধারা
পাড়ার উদরে মিশে গোত্রহীন পাড়া
হেমন্তের মাঠ ছেড়ে আমনের নাড়া
সভ্যতাকে বেচে দেবো আমি!

দিনান্তে যুগল ধ্বনি কভু হলে ভিন
নিজেরে না পেলে খুঁজে সোনালি কাবিন
সর্বত্র কহনে র'লে দুমুখো বেদীন
সভ্যতাকে বেচে দেবো আমি!

আমি চাই ভিতে থাক পর্ব-রীতি যতো
মানুষেরা মানুষের মতো!