সুহাসিনী চান
========================@@@
আমার যা কিছু সুখ তোমারেই করে গেনু দান,
হে বেভুলা রূপবান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!
কখনো বিরহে যদি কেঁপে উঠে নিশির অধর,
ছড়ায়ে রূপালী প্রভা করো তার নিস্বার্থে কদর!
যদি খুলে ঝিঁঝিঁ দ্বার
জানুক তুমিও তার
না হয় লুকাবো আমি ছেঁড়া বুকে ভীরু অভিমান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!
কর্কশ অমার ঘোরে যদি কাঁদে চকোর মনন,
অতল তিয়াসে তার সপে দিও অরূপ যৌবন!
বিবর্ণ তরঙ্গ পেলে
উচ্ছ্বাসী স্বপন ঢেলে
তটিনীর বুকে গড়ো তোমারী যা কাঙ্খিত সোপান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!
অরূপ> নিরাকার অর্থে।
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/১১/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
মনকাড়া ছন্দের ব্যাঞ্জনায় মুগ্ধ।
শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
জেল্লায় দিয়ে যায় ঠোকর
যেন হৃদয়ের পাশে রয়
মিষ্টি মনছোঁয়া প্রেমময়।
সুন্দর কাবিতায় মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি। অনাবিল শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সতত।
অনিন্দ্য প্রেমকাব্য মুগ্ধতা ছড়ালো।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা ।
শুভ সকালের শুভেচ্ছা..!!!
অপূর্ব চমৎকার ও সুন্দর মনোমুগ্ধকর লেখায়
কবিতা অসাধারণ..!! উপস্থাপনায় মুগ্ধতা রইলো..!! একরাশ ভালো লাগা রেখেছি কবিতায়। আসরে আপনাকে স্বাগত জানায় ও প্রতিভাবন কবিদের উৎসাহিত করুন।
ভালো থাকুন সবসময়.!!!
অনেক অনেক শুভকামনা রইলো।