সুর ও দুখের দেউ (অনু)
বোরহানুল ইসলাম লিটন
===================@@@

সুর
====@@@

হিম হিম শিহরণে - জাগ্রত অনুরনে
        মন যদি উড়ে যায়
          দূর থেকে দূর
কল্প লোকের দেশে - হারালে প্রেমীর বেশে
           তখনি স্মৃতির দোরে
             বেজে উঠে ‍সুর।


দুখের দেউ
=======@@@

ঝড় যদি বয় নদীর বুকে
    ছন্দে মাতে ঢেউ,
দুখ বিষাদের বহ্নি ধারায়
মন সাজে ক্যান দেউ??

===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/১১/২০২০ইং।