মনটা আমার চন্দ্র হারা রাতি,
তাইতো থাকে বেঘোর জ্বালায় মাতি।
জোনাক তবু আঁকলে ক্ষণিক রেখা,
পড়তে সে যায় স্মৃতির পাতায় লেখা।
ঘুম পাড়ানীর গান শুনে তাই আশায় উঠে মেতে,
মা’র কোলে তার মানিক সেজে আদর সোহাগ পেতে।
রাখাল ছেলে ডাক দিলে চায় গামছা বেঁধে মুড়ি,
ঘাট বা মাঠে লাটাই হাতে ছুটতে নিয়ে ঘুড়ি।
দেয় যদি বা বিলের পানি একটু উছল হানা,
পলই হাতে যায় ছুটে সে তুচ্ছ করে মানা।
খোদ গহীনের স্নিগ্ধ আবেশ ধুমসে উঠে খেলে,
বগল চেপে বই নিয়ে সে কলেজ পানে গেলে।
আর গেলে শেষ প্রেম সায়রের বক্ষে বেয়ে তরী,
অচল ভেবে দেয় ফেলে তার শুদ্ধ শ্বাসের ঘড়ি।
চায় না সে আর ফিরতে ঘরে,
ফুল পেতে চায় ফুলের দরে,
ঝরলে তাতে কলি?
ফের তবু সে গর্বে সাজে
ছুরতজানের থলি!!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৮/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
চমৎকার ভাবনায় শব্দের ব্যাঞ্জনায় অপূর্ব উপস্থাপন।
" দেয় যদি বা বিলের পানি একটু উছল হানা,
পলই হাতে যায় ছুটে সে তুচ্ছ করে মানা। "
এই উপস্থাপনার ট্যাগ পংতি।
জীবনের নানা ধাপে এই ভাবনাই ঠিক যতটা তাৎক্ষণিক সুখ দেয়, তারচেয়ে অনেক বেশী দুঃখ দেয়। তবুও ঐ প্রলোভনের " পলই " টেনে নিয়ে যায়।
খুব ভালো লাগল কবি, আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
অপূর্ব কাব্যশৈলী। ভারী চমৎকার জীবনমুখী কাব্য। আন্তরিক শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
অনবদ্য অন্য স্বাদের কাব্য
খুব ভালো লেখা পড়ে.....
অনুভূতির অনুপম নিবেদন। ভীষণ ভালো লাগলো। অনন্ত শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয় কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।
সুখের স্মৃতি মুখর তিথি
মন মাতিয়ে রাখে,
মুক্ত হওয়া সিক্ত পাওয়া
অতীত দিনে ডাকে।
অসামান্য কাব্যিকতায় জীবন বোধের অনন্য কাব্যিক প্রণয়ন, সুন্দর সমাপন।
হার্দিক শুভকামনা জানাই, সুন্দর এবং সুস্থ থাকুন সতত।
অসাধারণ লেখনী ।
শুভ সকাল।
অপূর্ব আয়োজনে মুগ্ধতা।
প্রিয় কবির প্রতি অফুরন্ত ভালোবাসা, সালাম ও শুভেচ্ছা।
অপূর্ব নান্দনিক উপস্থাপনা প্রিয় কবি! দারুন ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মনের সাধ ,জীবনমুখী রূপকে অনবদ্য উপস্থাপনা ।
সুন্দর কাব্যে মুগ্ধ ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
চমৎকার রূপকে জীবনমুখী ভাবনার আবেগঘন কবিতা , ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
ফুল পেতে চায় ফুলের দরে...।
অসাধারণ কাব্যিকতা!
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সুন্দরতম পরিবেশন ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
অসম্ভব সুন্দর বেশ মননশীল ও সাবলীল একটি লেখা--!l
ভালোলাগা অশেষ।
ফালে আসা দিনের সাথে মেলাতে চায় জীবনের লেনদেন । অতৃপ্ত অপ্রাকৃতিক আত্মা জাগায় সুরসুরি ।
শুভেচ্ছা ও ভালবাসা সহ সুপ্রভাত ।
মনোমুগ্ধকর প্রকাশ। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।