তোমাকে খুঁজতে যাবো!
==========================@@@


তোমাকে খুঁজতে যাবো হে আমার সারি!
তোমাকে খুঁজতে যাবো হিম হিম হিজলের ছায়,
যেখানে অবাধে খ্যালে শালিকের দল
বিকেল হলেই এসে পথ চেয়ে অজানা মায়ায়।


খুঁজবো তোমায় আমি থেকে অপলক
অস্ফুট আশায় জাগা সুহাসিনী নীরদের দ্বারে,
দেখবো ব্যাকুলে চেয়ে শ্যামলা সে’ ঢাল
ওখানে থাকতে পারো অভিমানে ভেবে বারে বারে।


থাকলে আনত শিরে ভুখা মাছরাঙা
শুধাবো তারেও ডেকে ‘দেখেছো কি মায়াবী দু’ আঁখি?’
ছুটবো তৃষিত পায়ে বকুলের আড়ে
অপেক্ষায় আছো মেনে উঠে যদি মরালীরা হাঁকি।


কতোটা স্বপ্নের ধন পাল তোলা নাও
এখনো স্মরণে আছে দেখলেই গাইতে যে গান,
ক্লেশিত শরীর নিয়ে যাবো গোধূলিতে
কিঞ্চিতও এ’ কানে এলে দোয়েলের সুচেনা জবান।


তবুও না পেলে দেখা ফিরবো না বাড়ি
যতোই ধরুক অমা অবশেষে মেঠো পথ ঘিরে,
নিভৃতে ঘুমিয়ে যাবো ঘাসের উপর
তোমার সবচে’ প্রিয় এই ছোট যমুনারই তীরে।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন