তেল (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন


রহস্যের এই দুনিয়ায়
এক আজব সৃষ্টি তেল,
কেউ মেখে হয় বেজায় খুশি
কেউ বা দেখায় খেল।


তেল তেলানী ছাড়া কভু
হয় না ভালো রান্না,
কেউ বা আবার চোখে মেখে
দেখায় শোকের কান্না।


সকাল সাঁঝে সকল কাজে
তেলের ছড়াছড়ি,
তেল ছাড়া আবার চলে নাকো
কল কারখানা গাড়ি।


কেউ মাখছে টাকলূ মাথায়
কেউ বা মাখছে পায়ে,
স্বার্থ সিদ্ধির আশায় কেউ বা
করছে মালিশ পায়ে।


ঘর বাহিরে কঠিন কাজে
হচ্ছে অসফল,
একটু মালিশেই পাচ্ছে
একশ পাসেন্ট ফল।


তেলেই কান্না তেলেই হাসি
তেলেই বাজায় তালি,
রুক্ষ মাথা দেখলে তবু
হচ্ছে হাঁড়ি খালি।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০১/২০২০ইং।