তিন পাগলের খেল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


তিন পাগলের খেল,
কিনছে বা কেউ ঘুরছে মেলায়
থাকতে জেগে বেল।


এক পাগলে চশমা কিনে
ভাবছে সে এক বীর,
আরেক পাগল খোশ পেয়ে সে
মণ্ডা মিঠাই ক্ষীর।
কিনতে দু’জন ফুলের তোড়া
সুযোগ বুঝেই মারছে কোড়া
ভাবছে এ এক মুক্ত স্বাদের
দারুণ মজার ভেল,
তিন পাগলের খেল।


আরেক পাগল ভাবছে বসে
একলা গাছের তল,
এই ভুবনে ঝরছে সদা
হরেক দুখের জল।
ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
ভাবতে কারো বুক ভেসে যায়
এক ফোটা জল ফেলতে বা কেউ
চলছে গড়ে দেল,
তিন পাগলের খেল।


(কবিতাটি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় কবি
মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) এর প্রতি
অতি যত্নের সাথে উৎসর্গ করলাম।)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫-০২-২০২১ইং