তবে কেন গড়ো!
[email protected]@@
হে ভীরু অন্ধ মনা
জগতে কি, খুঁজো সম্মান?
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?
যে দিয়েছে ভালোবেসে
ফেরত নিলে সে শেষে
যদি না রইলো জেগে
সুফলন, প্রবাহে সে মান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?
মানো কি সুচলা রথে
অপরের, আছে অধিকার?
দিয়েছে বিধাতা জেনে
কেন করো, হেয় আবদার!
যাবে তো সকলি ফেলে
তবুও পিদিম জ্বেলে
নিরালে যদি বা ভাবো
বইবে তা, বিজয়ী নিশান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৯/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অনন্য রূপকে চিরায়ত সত্যের সুন্দর উপস্থাপন।
" ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান "
মায়ার স্রোতে উল্টো পথে
হয় জীবনের দিবা অবসান।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
বাস্তবতার নিরিখে দারুন কাব্য লেখনী!
নিদারুণ সত্যি ঘটনা।
নিয়ত শুভকামনা রইল প্রিয় কবি।
চমৎকার জীবনমুখী মানবতাবাদী রূপক কাব্য। অপূর্ব, অনুভবে ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
চমৎকার শব্দশৈলীর দুরন্ত উপস্থাপনা।। শুভকামনা রইলো প্রিয় কবি।।
চমৎকার রূপকে জীবনমুখী ভাবনার মানবতাবাদী কবিতা , ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
অনবদ্য প্রিয় কবি, খুবই খুবই ভালো লাগলো, শুভেচ্ছা চিরন্তন।
সচেতন মানুষের ক্ষেত্রে এটাই কাম্য। খুবই সুন্দর।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
আপন বোধের অনন্য কবিতা,
লোভ যশের দৌরাত্ম্যে ভেবে দেখার সময় হয় না
আসে না এমন ভাবনা,
কি রবে আমার চির সাথি হয়ে সহসা করি বাসনা
কিছুতো সাথে থাকে না।
মুঠো ভরা ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি। হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানবেন।
কবি অসাধারণ লিখেছেন ভাল লাগলো ধন্যবাদ।
এটাই মানুষের স্বাভাবিক ধর্ম! একমাত্র সচেতন এবং অনুভূতি প্রবন মানুষের পক্ষেই এর থেকে বের হয়ে আসা সম্ভব। দারুন ভাবনার অনবদ্য উপস্থাপনা প্রিয় কবি! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অহম নীতি, আত্ম ভাবনার বিনয়ী কাব্য কথা ।
সুন্দর মানবতাবাদী কাব্য প্রকাশ , মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ । ভাল থাকুন সদা ।
অনন্য অনুপম কবিতা। দারুণ মুগ্ধকর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
চমৎকার লেখা। খুব ভালো লাগলো। নান্দনিক কবিতা , অসাধারণ মুগ্ধ হলাম ।
অসামান্য কাব্য ভাবনা আর লিখন। শুভকামনা রইল প্রিয় কবি।