তবে কেন গড়ো!
====================@@@


হে ভীরু অন্ধ মনা
জগতে কি, খুঁজো সম্মান?
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?
যে দিয়েছে ভালোবেসে
ফেরত নিলে সে শেষে
যদি না রইলো জেগে
সুফলন, প্রবাহে সে মান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?


মানো কি সুচলা রথে
অপরের, আছে অধিকার?
দিয়েছে বিধাতা জেনে
কেন করো, হেয় আবদার!
যাবে তো সকলি ফেলে
তবুও পিদিম জ্বেলে
নিরালে যদি বা ভাবো
বইবে তা, বিজয়ী নিশান!
ধনের ভাণ্ডে তবে
কেন গড়ো, অহমা বিতান?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন