তবু অরুণিমা!
====================@@@


শালিক আঁকছে ডেকে মেঘালয়ে রেখা
পড়ন্ত বিকেল বেলা বসে আমি একা,
নীলিমার বক্ষে মেলে স্মৃতির চাদর
ব্যাকুল দু’চোখে দেখি তৃষ্ণার্ত ভাদর।


কোথায় সে’ পানকৌড়ি,
করতো যে অভিমান ধেয়ে এলে তরী?
শাপলা শালুক রচে শ্যাওলার গোর,
মাছরাঙা ঠোঁটে আজ রাখেনি খবর।


শুস্ক সূরুজের চোখ,
বেহালে চলেছে বয়ে বিরানের শোক।
করবে না নেমে জানি হাঁস জলকেলি,
বুঝেও পুঁটির স্কন্ধে খুঁজি কেয়া বেলী।


সর্প হারায়েছে দিশে,
বকের দৃষ্টিতে তার হাসি গেছে মিশে।
অব্যক্ত কথারা কাঁদে বেঁধে দিয়ে সীমা,
সুদূরে ঘুমিয়ে তুমি, তবু অরুণিমা!


অরুণিমা> লালচে/গোলাপী আভা।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন