তবুও বলে মন!
[email protected]@@
বলছি ভেবে অনেক আগের স্মৃতি
তখন ছিলাম হয়তো বা ক্লাস থ্রিতে,
ফের দেখিয়ে ‘আর দেবো না’র ভীতি
যখন দিতো ইস্কুলে দুধ ফ্রিতে।
হরেক কথায় চিত্তে এঁকে রেখা
থাকতাম আমি অস্তাচলের বাটে,
না গেলে খুব দূরেও তোমায় দেখা
যেদিন যেতে আমায় ফেলে হাটে।
’পড়বো না আজ’ বললে সাঁঝে কভু
ধমক দিলে কিংবা রেগে বকা,
হাত বুলাতে করলে হেলা তবু
হতাম আমি ভান করে একরোখা।
গোসসা করে মা মা বলে ডেকে
ছিঁচকাঁদুনে সুরেই দিতাম আড়ি,
মেলার দিনে যাও না যেথা থেকে
দেরি হলে ফিরতে তোমার বাড়ি।
আজ তুমি নেই ফিরবে না আর হেসে
উঠলে তবু ঈদ এনে চাঁদ মামা,
মন বলে এই ডাক বুঝি দাও এসে
বলতে ‘বেটা চল কিনি তোর জামা’!
(সকলের প্রতি রইল পবিত্র ’ঈদুল ফিতরের
আগাম প্রাণঢালা শুভেচ্ছা ও শুভ কামনা।)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর ,মর্মস্পর্শী কাব্য।অনবদ্য
মায়ের স্মৃতি নিয়ে অনন্য কবিতা। শুভকামনা নিরন্তর প্রিয় কবি
মা নেই, মায়ের স্মৃতি নিয়েই বাঁচা প্রতিদিন। মন ছুঁয়ে গেল কবিতাটি।
শুভকামনা নিরন্তর কবি।
চমৎকার স্মৃতিময় জীবনবোধের অনন্য সুন্দর অনবদ্য কবিতা হৃদয় মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য।
মুগ্ধকর ছড়া কবিতা। অনন্য।
অনেক শুভকামনা
নান্দনিক অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ বিকেল প্রিয় কবি
স্মৃতি বিজড়িত বিয়োগ ব্যাথার করুন চিত্র খানি
কি নিপুণতায় আঁকিলেন প্রিয় ...
সুন্দর ছোটবেলার আপন বিয়োগ স্মৃতি কথা, দরদ ভরা কাব্য উপহার !
প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা , অভিনন্দন জানাই । ভাল থাকুন সদা ।
মা নেই যার তার ভুবন অন্ধকার! হারিয়ে যাওয়া মাকে স্মরণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দারুন আবেগঘন উপসস্থাপনা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
জীবনবোধের দারুন প্রেমময় কাব্য নিবেদন।
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
স্মৃতি থাক উজ্জ্বল। ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সুন্দর স্মৃতি-চারণে চমৎকার এক কবিতা!