তবুও দাও না তুমি!
=========================@@@


সরষে ক্ষেতের পাশে ছাগলের ছল
চোখেই পড়ে না আর, ক্ষণকাল দেখেছো কি তুমি?
বাহারি শীতের ভোর খোয়েছে জৌলুস
ঘন কুহেলির দল যায় নাকো বলে প্রেমে চুমি।


সেই পাকুড়ের তলে শালিকের ঝাঁক
হিমেল বাতাস সয়ে উঠতো যে ঝগড়াতে মাতি,
পাশে বসা মাছরাঙা কতো তার রাগ
আজকে পাই না যেচে দৃশ্যমান কিছু জাগা খ্যাতি।


আহত দু’চোখ মেলে তবু খুঁজে ফিরি
আবদ্ধ পানার পাশে টাকিদের ধীর বিচরণ,
ক্ষণিক মিলে না ওই টমেটোর ফুলে
মধু লোভী অলিদের পাশাপাশি মৃদু আলাপন।


গাছালির হাড়ি দেখে ভেজা গাছ তলে
ব্যাকুলে সাজাই যদি অবশেষে ছেঁড়া ক’টা আশা,
দু’ একটা বক দেয় তখনি উড়াল
ছিলো না ওদের যেন কোন কালে বাঁশ ঝাড়ে বাসা।


গুমোট আঁধার জাগে এ’ বুকে আমার
অজান্তে হারিয়ে যাই দলছুট অম্বুদের সাজে,
তবুও দাও না তুমি একবার এসে
কাঙ্খিত সজীব সুর ফিরে এই বিকল এস্রাজে।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন