তবুও হৃদয়ে জাগে আশা
========================@@@
চন্দ্রিমা বদনী ধারা হারায়ে স্বভাব
মৃত্যুর সদৃশ হলে কালো,
নিশুতি দখলে নেয় সুরেলা শপথ
জোনাকী চায় না জ্বালি আলো।
আলো আর আঁধারের পায় না ফারাক
তখন সে’ হেমন্তের ক্ষেত,
যেদিকে তাকায় তারে নজরানা দেয়
কাকতাড়ুয়ার যতো প্রেত।
বচন অকালে যায় ধীরে ধীরে ক্ষয়ে
রোদে পোড়া ঘাসের মতোন,
তবুও হৃদয়ে রয় জেগে ক্ষীণ আশা
’ভুলেছে কি হিমেরা যতন!’
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর শুভেচ্ছা কবি, অন্তহীন শুভকামনা সর্বক্ষণের।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
অনেক ভালো লাগা রাখলাম পাঠে,সালাম ও আন্তরিক শুভকামনা জানবেন সম্মানিত কবি।
খুব ভাল বলেছেন , অপূর্ব ! জীবনবোধের বিরহ কাব্য প্রকাশ ,মুগ্ধ !!
শুভসকাল , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।