তবুও হবে না দেখা
===========================@@@


ব্যাকুলে নক্ষত্র দেখি বসে মেঠো পথে
বুকের উত্তপ্ত লাভা ক্ষোভে রচে জ্বালাময়ী শ্বাস,
অবেলায় ফুঁসে উঠা ক্ষীণ বেনোজলে
হারায়ে নিজেরে খুঁজে মাথা তুলে ভীরু ভীরু ঘাস।


উড়ে যায় সুদর্শন সাদা ডানা ক্ষয়ে
আবার আসতে পারে কোন এক কার্তিকের ভোরে,
ক্ষেতের সোনালী ধান সুনয়ন মেলে
রাখবে নিজের মান সগরবে কৃষকের দোরে।


রাঙা রাঙা রৌদ্র করে মিলেমিশে পান,
উঠবে খুশিতে জেগে শালিকের সোহাগী জবান।


এমনই কালের খেলা
উঠে ফের ডুবে বেলা
নাই বা থাকলো জেগে ভেজা আলে ফাঁদুয়ার ফাঁদ,
মানছি দেখতে এসে ক্ষণকাল থামে
ডাহুকের পোড়া বুক বাঁশ ঝাড়ে পঞ্চমীর চাঁদ।


পৃথিবী চলবে ধেয়ে আপনার ধারে
নীরদও আঁকবে ওই নীলিমার বুকে রোজ রেখা,
তবুও তোমার সাথে হবে নাকো আর
পূর্বের মতন করে চাইলেও বহুকাল দেখা।


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন