তবুও কি হয়! (ট্রায়োলেট-২৭)
====================@@@


বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তা’বলে হয় কি প্রেম আঁধারের সাথী!
থাকে সে ভজক রূপে সজলে সদয়
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়।
ইন্দু কভু না হলে অতলে উদয়,
নিজেকে বিলিয়ে দিয়ে কেড়ে নিতে রাতি,
বিরহ অনলে যদি পুড়েও হৃদয়,
তা’বলে হয় কি প্রেম আঁধারের সাথী!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন